এইডসের প্রতিষেধক তৈরির সম্ভাবনা দেখছেন গবেষকরা

এইডসের প্রতিষেধক তৈরির সম্ভাবনা দেখছেন গবেষকরা

শেয়ার করুন

97922বিশ্বসংবাদ ডেস্ক:

এইচআইভি ভাইরাসের কার্যকর প্রতিষেধক হতে পারে এমন ওষুধ তৈরির সম্ভাবনা দেখছেন গবেষকরা। এইইচআইভি সংক্রমণ রোধে কার্যকর, প্রেপ বা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নামের এই ওষুধ নিয়মিত সেবন করতে হয়। অর্থাৎ আক্রান্ত হওয়ার আগেই নিয়মিত এই ওষুধ গ্রহণ করলে এইচআইভি সংক্রমণের সম্ভাবনা থাকে না।

বিশ্বের বিভিন্ন দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী ৩৯৩ জন সুস্থ মানুষের মধ্যে এই প্রতিষেধকের গবেষণা চালানো হয়। যুক্তরাষ্ট্র, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা আর থাইল্যান্ডের ওই অধিবাসীরা ৪৮ সপ্তাহের মধ্যে ৪টি প্রতিষেধক গ্রহণ করেন।

তবে গবেষণার শীর্ষ গবেষক ও হার্ভার্ড মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যান বারোখ বলেন, প্রতিষেধকের মাধ্যমে সবার দেহে এইচআইভি প্রতিরোধ ক্ষমতা তৈরী হলেও, ভাইরাসের আক্রমণ ও সংক্রমণ রোধে এই প্রতিষেধক যথেষ্ট কিনা তা এখনো নিশ্চিত নয়।