‘আম্মা’র শোকে ৭৭ জনের মৃত্যু

‘আম্মা’র শোকে ৭৭ জনের মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

ভারতের সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর শোক সইতে না পেরে তামিলনাড়ুতে এ পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে দাবি করেছে ক্ষমতাসীন দল এআইএডিএমকে। তবে গোয়েন্দা তথ্য বলছে, মৃতের সংখ্যা ৩০ জন হবে।

গত সোমবার রাতে ৬৮ বছর বয়সে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়ললিতা। তামিলনাড়ুতে প্রাণপ্রিয় আম্মা’র মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না জয়ললিতার সমর্থকরা।

বুধবার এআইএডিএমকে-এর বিবৃতিতে বলা হয়েছে, শ্রদ্ধেয় আম্মার অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যুর পর এ পর্যন্ত অন্তত ৭৭ জন শোক সহ্য করতে না পেরে মারা গেছেন। নিহতদের পরিবারকে ৩ লাখ করে টাকা দেওয়ার কথাও জানিয়েছে এআইএডিএমকে।

এছাড়া গত ৫ ডিসেম্বর দলনেত্রীর মৃত্য সংবাদ পাওয়ার পর এআইএডিএমকে-র এক কর্মী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্য এক ব্যক্তি হাতের আঙুল কেটে ফেলেন। ওই দু’জনকেও চিকিৎসার পাশাপাশি ৫০ হাজার টাকা করে দলের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

অন্যদিকে, কেন্দ্রীয় গোয়েন্দার হিসেব অনুযায়ী, জয়ললিতার প্রয়াণের পর শোকে মৃত্যু হয়েছে ৩০ জনের। আর আত্মহত্যার চেষ্টা করেছেন চার জন।