পোপকে ‘রোহিঙ্গা’ উচ্চারণ না করার অনুরোধ মিয়ানমারের!

পোপকে ‘রোহিঙ্গা’ উচ্চারণ না করার অনুরোধ মিয়ানমারের!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ

মিয়ানমার সফরকালে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করতে পোপের প্রতি আহ্বান জানিয়েছেন, ইয়াঙ্গুনের আর্চবিশপ কার্ডিনাল চার্লস মং বো। সোমবার মিয়ানমার সফরে যাচ্ছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

রোহিঙ্গা সংকটের মধ্যে পোপের এই সফর হওয়াতে সবার আগ্রহ থাকবে, রোহিঙ্গাদের নিয়ে তিনি কি মন্তব্য করেন সে বিষয়ে।

রোহিঙ্গা শব্দ উচ্চারণে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দেশটির সেনাবাহিনীর আপত্তি থাকায়, পোপকে তা উচ্চারণ না করার অনুরোধ করেছেন কার্ডিনাল চার্লস মং বো। পোপ ফ্রান্সিসের এই সফর মূলত কূটনৈতিক হলেও এটি হবে তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

চলতি বছরের আগস্টে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় তাদের জন্য প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। রোহিঙ্গাদের সাহায্যে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছিলেন তিনি।