তীব্র দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, শিশুসহ নিহত ৫

তীব্র দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, শিশুসহ নিহত ৫

শেয়ার করুন

180728-redding-california-carr-fire-ew-415p_870675f43b62b75c1735ca2c451e9052.fit-560wবিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে দুই শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ।

সাধারনত শুষ্ক মৌসুমে ক্যালিফোর্নিয়ায় দাবানলের ঘটনা ঘটে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরের মধ্যে এটি ভয়াবহ দাবানল। কর্মকর্তারা জানিয়েছেন, শাস্তা জেলায় সৃষ্ট ওই দাবানলে অন্তত পাঁচ’শ স্থাপনা ধ্বংস হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। প্রবল বাতাসে দাবানল ছড়িয়ে পড়ায় অন্তত ৩৭ হাজার  মানুষকে নিরাপদে নেয়া হয়েছে। এরই মধ্যে এই আগুন ৪৮ হাজার একর জমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের চেয়েও বড় এলাকাজুড়ে এই আগুনের বিস্তৃতি। সাড়ে তিন হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট জানান, মাত্র ৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তারা। প্রবল বাতাসের কারণে এই আগুন বেড়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।