হোম অব ক্রিকেট হয়ে গেল পার্টি অফিস!

হোম অব ক্রিকেট হয়ে গেল পার্টি অফিস!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

বিসিবি নির্বাচনের পুরো সময়টায় জুড়ে ছিল বহিরাগতদের আগমণ। আর সেই ধরণের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে জানান বিসিবি সভাপতি। এটা কি হোম অফ ক্রিকেট অথচ মনে যেন কোন পার্টি অফিস। কারণ এক এক করে বোর্ডে প্রবেশ করছে নব নির্বাচিত বোর্ড পারিচালকরা।

আর শো ডাউন করে তাদের শক্তির মাত্র জানান দিয়েছে তাদের সমর্থক গোষ্ঠি। তবে, বিকাষপ করেছে ক্রিকেট ভক্তরা। এদের বেশির ভাগই ছিল শিশু কিশোর। না বুঝেই দাড়িঁয়ে গেছে বিসিবির মূল ফটকে।

নিজের সমর্থকদের বিসিবিতে প্রবেশে বিরত রাখতে পারেন নি দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত নাজমুল হাসান পাপন। তবু সাফাই গাইলেন এই ধরণের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে।

মাঠের ক্রিকেট মাঠেই রাখা উচিত। কিশোর তরূণদের বিরত রাখা উচিত এই ধরণের সভা সমাবেশ থেকে এই মত অন্যদেরদের।