স্বাধীনতার ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানাতে ব্যর্থ কাতালোনিয়া

স্বাধীনতার ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানাতে ব্যর্থ কাতালোনিয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

স্পেনের দেয়া সময়সীমার মধ্যে স্বাধীনতার ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়েছে কাতালোনিয়া আঞ্চলিক কর্তৃপক্ষ। এর আগে স্বাধীনতার ঘোষণা প্রশ্নে জবাব দেওয়ার জন্য, পুইজমন্ডকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো র‍্যাজয়।

সোমবার কাতালোনিয়ার নেতা পুইজমন্ড বলেছেন, এব্যাপারের আলোচনার জন্য তাদের আরো দু’মাস সময় প্রয়োজন। এদিকে বার্সেলোনায় রোববার এক অনুষ্ঠানে, জনগনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পুইজমন্ড।

তিনি বলেছেন, এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদেরকে ধৈর্য ধরতে হবে। গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে, কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ভোট পড়ে ৯০ শতাংশ। এরপর মঙ্গলবার কাতালান পার্লামেন্টে দেয়া ভাষণে পুইজমন্ড, স্পেনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে স্বাধীনতার ঘোষণা স্থগিত রাখেন।

এরপর কাতালুনিয়ার স্বায়ত্তশাসন ফিরিয়ে নেয়ার ইঙ্গিত দেয় স্পেন সরকার।