সিরিয়ায় আবার মিসাইল হামলা

সিরিয়ায় আবার মিসাইল হামলা

শেয়ার করুন

syria-missile-air-strike-chemical-weapons-damascus-trump-assad-putin

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার হামা ও আলেপ্পো প্রদেশের সামরিক ঘাঁটিতে শত্রুপক্ষ মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। রোববার বিকেলে চালানো এই হামলার ক্ষয়ক্ষতি বা এজন্য কারা দায়ী সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, আক্রান্ত ঘাঁটি দুটিতে ইরানের স্থাপনা ছিল।

তবে কারা সেখানে হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। গত ৯ এপ্রিল সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের চালানো বিমান হামলার পর দামেস্ক ও ইরানের তরফ থেকে চাপ অব্যাহত রাখার মধ্যেই এই হামলা চালানো হলো।
বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে গত ১৪ এপ্রিল সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামা ও আলেপ্পো প্রদেশের সামরিক স্থাপনায় নতুন করে চালানো হামলায় মিসাইল ব্যবহার করা হয়েছে।