শততম টেস্ট, ইতিহাসের পাতায় বাংলাদেশ

শততম টেস্ট, ইতিহাসের পাতায় বাংলাদেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ঐতিহাসিক মাইলফলকের সামনে দাড়িয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। সিরিজের শতততম টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে এই টেস্ট স্মরনীয় করে রাখতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন টাইগারদের। কলম্বোয় ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

একদিন পরই টেস্ট ইতিহাসের পাতায় লেখা হবে ১০০তম টেস্টের কথা। সেই ইতিহাসের স্বাক্ষী হতে অপেক্ষার প্রহর গুনছেন মুশফিক তামিমরা। গুনে গুনে ৯৯ টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ। স্বীকৃতি আদায়ে কম খড়কাঠি পোড়াতে হয়নি বাংলাদেশেরও। সবশেষে ২০০০ সালের জুনে সাদা পোষাকে যাত্রা শুরু বাংলাদেশ ক্রিকেটের।

তবে মাঠের যাত্রা শুরু হয় ঐ বছরের ১০ নভেম্বর মিরপুরে ভারতের বিপক্ষে। নাইমুর রহমান দুর্জয়ের অধিনায়কত্বে একমাত্র টেস্টে ৯ উইকেটের পরাজয় দিয়ে পথ চলা শুরু টাইগারদের। তবে এ ম্যাচে আমিনুল ইসলামের ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস স্মরনীয হয়ে থাকবে দেশের ক্রিকেটে। বল হাতে দুর্জয নিয়েছিলেন ৬ উইকেট।

এরপর কেটে গেছে ১৬ বছর। তবে সফলতার মাপকাঠিতে হয়তো খুব ভালো মার্কস পাবে না বাংলাদেশের ক্রিকেটাররা। ৯৯ টেস্টে জয় মাত্র ৮টিতে। আর ড্র হয়েছে ৫টি। বেশকিছু ব্যক্তিগত অর্জন বাংলাদেশের টেস্ট আঙ্গিনায় দিয়েছে নতুন ছোয়া।

টেস্টে বাংলাদেশ প্রথম জয় ২০০৫ সালে । ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষেই শুধু জয় আছে টাইগারদের।

তবে এসব ভুলে মুশিফকদের মাথায় এখন শুধু শততম টেস্ট স্মরনীয় করে রাখার চিন্তা। পাশে দাড়িয়েছে বিসিবিও, শততম টেস্টে, ১০০তম টেস্ট লেখা নীল রঙের বিশেষ ব্লেজার পাচ্ছেন দলের খেলোয়াড়রা। এছাড়া লংকান ক্রিকেট বোর্ড থেকে থাকছে বিশেষ আয়োজন। যদিও শ্রীলঙ্কা খেলতে নামবে ২৫৭তম টেস্ট।