লিবিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসা ২৭টি লাশ উদ্ধার

লিবিয়ার সমুদ্র সৈকতে ভেসে আসা ২৭টি লাশ উদ্ধার

শেয়ার করুন

Libiya

আন্তর্জাতিক ডেস্ক।।

লিবিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকতে ভেসে আসা এক শিশু ও দুই নারীসহ ২৭ জনের লাশ উদ্ধার করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা-রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে বেশ কয়েক দিন আগে নৌযান ডুবে তাদের শলীল সমাধি হয়েছে বলে ধারণা করছেন তারা।

উদ্ধারকারী দলের সদস্যদের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যার দিকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার দূরে খোমসের সৈকতে দু’টি স্থানে লাশগুলো পড়ে ছিল।

ভেসে আসা এই মরদেহগুলোতে ইতোমধ্যে পচন ধরেছে উল্লেখ করে লিবিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘লাশগুলোতে পচন ধরেছে। এ থেকে বোঝা যায়, নৌযান ডুবির ঘটনা বেশ কয়েকদিন আগের ‘

লিবিয়ার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সৈকতে এক সারিতে ব্যগবিন্দ অবস্থায় পড়ে আছে লাশগুলো।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা।

২০২১ সালে সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌযান ডুবিতে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।