লকডাউনের ৩য় দিনে রাস্তায় ভিড় একটু বেড়েছে

লকডাউনের ৩য় দিনে রাস্তায় ভিড় একটু বেড়েছে

শেয়ার করুন

Lockdown

।। নিজস্ব প্রতিবেদক।।

আজ সরকার ঘোষিত লকডাউনের ৩য় দিন। গত দুই দিনের তুলনায় ঢাকার বিভিন্ন রাস্তায় আজ গাড়ি ও পথচারির সংখ্যা বেশি।

ব্যক্তিগত গাড়ি এবং পায়ে চলিত রিকশার সংখ্যা আজ চোখে পড়ার মতো। মানুষ কেউ জুরুরি প্রয়োজনে আবার কেউবা নানা অজুহাতে রাস্তায় বেরোচ্ছে। তবে বাইরে বেরোনো মানুষের সংখ্যা অন্যযেকোনো বারের লকডাউন বা বিধিনিষেধের চেয়ে কম।

আজ ঢাকার বিজয় স্মরণী, ফার্মগেট, পল্টন, মহাখালী যাত্রাবাড়ি,  মিরপুর, গাবতলীসহ বিভিন্ন রাস্তায় পুলিশের ব্যরিকেড দেখা গেছে।  এসব পুলিশ চেকপোস্টে অনেককেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।  আর জুরুরি প্রয়োজনের ব্যপার বুঝাতে না পারলে মামলা বা জরিমানা করা হচ্ছে।

গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ২১৩ জনকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আর আটক করা হয়েছে ৩২০ জনকে। বৃস্পতিবারে আটকের সংখ্যা ছিলো ৫৫০ জন।

উল্লেখ্য ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধ বা লকডাউন ৭ দিন চলবে।