রোহিঙ্গা শরণার্থীদের জন্য সৌদির ৯৪ টন ত্রাণ চট্টগ্রামে

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সৌদির ৯৪ টন ত্রাণ চট্টগ্রামে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রথমবারের মতো প্রায় ৯৪ টন ত্রাণসমগ্রী পাঠিয়েছে সৌদি আরব। শুক্রবার সকালে সৌদি দূতাবাসের কর্মকর্তা আমির ওমর সেলিমের কাছ থেকে এই ত্রাণসামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।

ত্রাণ সামগ্রীর মধ্যে তাঁবু, কম্বল, বিছানা চাদর, ময়দা, চিনি ও খেজুর রয়েছে। রোহিঙ্গাদের বিতরণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার রাত ৩টায় সৌদি সরকারের পাঠানো ত্রাণবাহী কার্গো বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছোয়।