সাত দিনের মধ্যে রিজভীর পাসপোর্ট দিতে নির্দেশ

সাত দিনের মধ্যে রিজভীর পাসপোর্ট দিতে নির্দেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ৭ দিনের মধ্যে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বচিারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রুলে নিস্পত্তি করে এ আদেশ দেন। এর আগে রিজভীকে কেন পাসপোর্ট দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রিজভীর পাসপোর্টের মেয়াদ গত বছরের ১০ ডিসেম্বর শেষে হয়ে যায়। তাই নতুন পাসপোর্টের জন্য ঐদিনই তিনি আবেদন করেন। ৩১ ডিসেম্বর তাকে নতুন পাসপোর্ট সরবরাহের তারিখ দেয়া হলেও পরে কোনো কারণ না দেখিয়েই পাসপোর্ট দেয়া হয়নি।

গত ২৯ মে রিজভী হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনে তাকে নতুন পাসপোর্ট সরবরাহের নির্দেশনা চাওয়া হয়।