রাখাইনে জাতিগত সহিংসতা খুবই ভয়াবহ: জাতিসংঘ

রাখাইনে জাতিগত সহিংসতা খুবই ভয়াবহ: জাতিসংঘ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও ইমার্জেন্সি রিলিফ কো-অর্ডিনেটর মার্ক লুউকুক বলেছেন, মিয়ানমারের রাখাইনে যে জাতিগত সহিংসতা চলছে তা খুবই ভয়াবহ। মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ কথা বলেন তিনি।

এ সংবাদ সম্মেলনে জাতিসংঘ কর্মকর্তারা রোহিঙ্গাদের উপর বর্বরতার চিত্র তুলে ধরেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক রোহিঙ্গা শিশুদের উপর মিয়ানমার সেনাদের নির্যাতনের তথ্য উপস্থাপন করে বলেন, শিশুরা যে ভয়াবহতার শিকার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।

বাংলাদেশে আসার পরও এসব শিশু ব্যথা ও মানসিক কষ্ট নিয়ে দিন যাপন করছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মার্ক লুউকুক রোহিঙ্গাদের কাছ থেকে শোনা নির্মম ঘটনাগুলো সংবাদকর্মীদের শোনান। এসময় মিয়ানমার কর্তৃপক্ষের বর্বরতা নিয়ে রোহিঙ্গা শিশুদের আঁকা চিত্রকর্মও দেখান তিনি।