বিপিএলে নতুন চ্যাম্পিয়ন ‘রংপুর’

বিপিএলে নতুন চ্যাম্পিয়ন ‘রংপুর’

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

আসরে গেইলের দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে রংপুর বোলারদের সংকল্পবন্ধ আক্রমন। দুয়ে মিলে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মিরপুরে পঞ্চম আসরের একপেশে ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে রংপুর। সঙ্গে অধিনায়ক মাশরাফিও পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়।

মিরপুরে টস হারা রংপুর দলীয় ৫ রানে জনসন চার্লকে হারায়। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা সাফল্যের শুরু আর শেষ এখানেই। এরপর শুরু গেইল ঝড়, আর সে ঝড়ে দিশেহারা ঢাকা ডায়নামাইটসের বোলাররা।

যদিও দলীয় ২৮ এবং ব্যক্তিগত ২২ রানে সাকিবের কাছ থেকে জীবন পান গেইল।৫৭ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন গেইল।৬৯ বলে গেইলের অপরাজিত ১৪৬ আর ম্যাকালামের হার না মানা ৫১ রানে মাত্র ১ উইকেটে ২০৬ রান করে রংপুর।

বিপিএল ইতিহাসে এক আসরে ২টি সেঞ্চুরির একমাত্র মালিক গেইল।ফাইনালে সর্বোচ্চ দলীয় স্কোর তাড়া করতে নাম ঢাকা নিয়মিতই উইকেট হারায়।৭৪ রানে ৬ উইকেট হারিয়ে পরাজয় স্পষ্ট দেখা ঢাকার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪৯ রানে। সর্বোচ্চ ৫০ রান করেন জহুরুল ইসলাম অমি।