বিচার বিভাগকে জিরোতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে: প্রধান বিচারপতি

বিচার বিভাগকে জিরোতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে: প্রধান বিচারপতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিচার বিভাগকে সংকুচিত করে জিরোতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন গত ৩ বছরে সুপ্রিমকোর্টের উন্নয়ন বাজেটে এক টাকাও বরাদ্দ দেয়নি সরকার। সেইসঙ্গে আপিল বিভাগে আরো অন্তত ৩ জন বিচারপতি নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান তিনি।

বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন এর আয়োজনে বাংলাদেশের প্রথম নারী বিচারক বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব আক্ষেপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আশংকা প্রকাশ করেন, ১৯৬৭ সালে নির্মান করা সুপ্রিমকোর্টের পুরাতন ভবন যেকোনো সময়ে ভেঙ্গে পড়তে পারে, কিন্তু অজ্ঞাত কারনে, সুপ্রিমকোর্টের প্রশাসনিক ভবন নির্মান এর ফাইল প্রকল্প একনেকে আটকে গেছে বলে তিনি জানান।