বাংলাদেশই চাইছে রোহিঙ্গা সংকট নিরসন হোক: জাতিসংঘ

বাংলাদেশই চাইছে রোহিঙ্গা সংকট নিরসন হোক: জাতিসংঘ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ত্রাণের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে এমন নয়, বরং বাংলাদেশই সবচেয়ে বেশী চাইছে সংকট নিরসন হোক বললেন বাংলাদেশে জাতিসংঘের সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গাদের অন্যখানে স্থানান্তরের আগে বড় বিনিয়োগ ও সামগ্রিক পরিকল্পনার বিষয়টি ভাবা দরকার। এ সময় তিনি বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন।

এর আগে মঙ্গলবার মিয়ানমারের এক শীর্ষ কর্মকর্তা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ‌আন্তর্জাতিক মহলের আর্থিক সহায়তার আশায় বসে আছে বলে গণমাধ্যমে মন্তব্য করেছিলেন।