ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে পহেলা অক্টোবর থেকে,...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে পহেলা অক্টোবর থেকে, ঢাকার বাইরে সাত বিভাগে হবে পরীক্ষা

শেয়ার করুন

1200px-ঢাকা_বিশ্ববিদ্যালয়ের_লোগো.svg

।। নিজস্ব প্রতিবেদক।। 

পহেলা অক্টোবর থেকে  শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ঐদিন  ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

করোনার কথা মাথায় রেখে, প্রথমবারের মতো ঢাকার বাইরে সাতটি বিভাগে ভর্তি পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ যে শিক্ষার্থী যে বিভাগে আছে সে বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন। ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে এবার আবেদনকারী ৩ লাখ ২৪ হাজার। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন। প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে, সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান।