ড্র করে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অ্যাটলেটিকো

ড্র করে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অ্যাটলেটিকো

শেয়ার করুন

la-liga-atletico-madrid

স্পোর্টস ডেস্ক:

১০ জনের দল নিয়েও গ্রিনম্যানের শেষ মুহুর্তের গোলে ড্র করে, ইউরোপা লিগে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালে প্রথম লেগে ১-১ এ ড্র করেছে তারা। সেমির অন্যম্যাচে মার্সেল ২-০ তে জিতেছে সালজবুর্গের বিপক্ষে।

এমিরেটস স্টেডিয়ামে আতিথ্য নিতে যাওয়া অ্যাটলেটিকো শুরু থেকেই চাপে থাকে আর্সেনালের আক্রমন সামলাতে। সেই চাপ আরো বাড়ে ১০ মিনিটে তাদের ডিফেন্ডারের লাল কার্ডে। ১০ জনের দল নিয়েও, প্রথমার্ধে বল জালে জড়াতে দেয়নি সফরকারিরা।

৬১ মিনিটে লাকাজেত্তির স্কোরে কাঙ্খিত লিড পায় আর্সেনাল। জয়ের স্বপ্ন দেখা গাানরদের হতাশায় ডোবান গ্রিজম্যান। ৮২ মিনিটে তার গোলেই ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই সঙ্গে অ্যাওয়ে গোল করে, ফাইনালে যাওয়ার পথটা আর্সেনালের চেয়ে সহজ করে রেখেছে অ্যাটলেটিকো।

এদিকে, সেমিফাইনালের আরেক ম্যাচে ফরাসি ক্লাব মার্সেলের বিপক্ষে পাত্তা পায়নি অষ্ট্রিয়ার সালজবুর্গ। ১৫ মিনিটে থাওভিনের গোলে লিড পায় মার্সেল। ৬৩ মিনিটে এনজের স্কোরে জয় আসে তাদের।