জাতিসংঘের করা সমালোচনা করলেন এরদোয়ান

জাতিসংঘের করা সমালোচনা করলেন এরদোয়ান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ

গাজায় উপত্যকায় ইসরায়েলী হত্যাযজ্ঞের ব্যপারে জাতিসংঘের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

তিনি বলেন গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েলী বাহিনীর ক্রমাগত সহিংসতার ব্যপারে কোন ব্যবস্থা নিতে না পারায় জাতিসংঘ আসলে শেষ হয়ে গেছে।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বক্তব্যে একথা বলেন তিনি। সোমবার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৬০ এর অধিক ফিলিস্তিনি।

গ্রেটমার্চ অব রিটার্ন ও জেরুজালেমে মার্কিন দূতাবাস হস্তান্তরের প্রতিবাদে সোমবার গাজা সীমান্তের কাঁটাতারের বেড়ার সামনে জড়ো হয়েছিলো হাজার হাজার ফিলিস্তিনি।

ইসরায়েলী নিরাপত্তা বাহিনীর ছোঁড়া গুলি ও টিয়ার শেলে আহত হয়েছিলো সে সময়ে মারা যায় ৬০ এর অধিক ফিলিস্তিনি আহত হয় আরো ২ হাজার ৭শ’র বেশী মানুষ।