কাতালোনিয়া ইস্যুতে চরম উত্তেজনা স্পেনে

কাতালোনিয়া ইস্যুতে চরম উত্তেজনা স্পেনে

শেয়ার করুন

Spain-Catalonia-independenceএটিএন টাইমস ডেস্ক:

স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন পদচ্যুত স্বাধীনতাকামী কাতালান নেতা কার্লেস পুইজমেন্ট। স্প্যানিশ সরকার জানায়, পুইজমেন্ট নতুন নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে স্বাগত জানানো হবে।

এদিকে, কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক বিরোধিতার আহ্বান জানিয়েছেন পুইজমেন্ট। কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিতে স্পেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি অঙ্গীকার করেন, মুক্ত দেশ গড়তে কাজ চালিয়ে যাবেন।

এই নিয়ে স্পেন জুড়ে উত্তেজনা বেড়েই চলেছে। গত শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করে আঞ্চলিক পার্লামেণ্ট। এর পর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেণ্ট ভেঙে দেয়ার ঘোষণা দেন ও কাতালান নেতা পুইজমেন্টকে বরখাস্ত করেন। একই সঙ্গে ডিসেম্বরে আগাম আঞ্চলিক নির্বাচনের ঘোষণা দেয়া হয়।