করোনার বুস্টার ডোজ টিকা দেয়া শুরু হয়েছে

করোনার বুস্টার ডোজ টিকা দেয়া শুরু হয়েছে

শেয়ার করুন

booster-dose

।। প্রতিবেদক ।।

রাজধানীতে করোনার বুস্টার ডোজ টিকা দেয়া শুরু হয়েছে।

আজ রোববার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনার বুস্টার ডোজ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রথম টিকা গ্রহণকারী সেবিকা রুন ভেরোনিকা  কস্তাকে দিয়ে শুরু হলো এ কার্যক্রম। এরপর নেন পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ,এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ বিভিন্ন পেশার বেশ কয়েকজনকে। বুস্টার হিসেবে দেয়া হচ্ছে ফাইজারের টিকা। অ্যাপের মাধ্যমে এসএমএস পাবেন ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধারা।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বয়স্ক ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হবে। দেশে এখন পর্যন্ত করোনায় ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাঁদের মধ্যে ৮৫ ভাগই ষাটোর্ধ্ব। ষাটোর্ধ্ব ব্যক্তিদের সুরক্ষিত রাখতে হবে। এ জন্যই তাঁদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বুস্টার ডোজের পাশাপাশি করোনার টিকার অন্যান্য কর্মসূচি চালু থাকবে। শিক্ষার্থীসহ অন্যদের টিকাদান অব্যাহত থাকবে।