একনেকে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

একনেকে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

শেয়ার করুন
ফাইল ফটো।
ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১ লাখ ৮০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান মোট ১৪৫২টি প্রকল্পে বরাদ্দসহ অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদিত হয়েছে। তিনি বলেন প্রস্তাবিত এডিপিতে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন।

আর বাকি ৭ হাজার কোটি টাকা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার। প্রকল্প সহায়তা হিসেবে বিদেশিদের কাছ থেকে পাওয়া যাবে ৬০ হাজার কোটি টাকা। চলমান ৭টি মেগা প্রকল্পে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।