আর এক পুলিশ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আর এক পুলিশ কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগ, দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার বিকালে গনমাধ্যমকে তিনি জানান, সংবাদপত্রে প্রকাশিত খরবটি নজরে এসেছে কমিশনের। ঐ খবরে বলা হয়, কয়েকজন নিরীহ লোককে ধরে এনে অস্ত্রের মুখে তাদের জমিজমা ও গাড়ি-বাড়ি লিখে নেয়া হয়েছে। এমনকি রিমান্ডে থাকাবস্থায় জাহের আলী নামের এক বৃদ্ধের সর্বশেষ জমিটিও লিখে নেয়া হয়েছে।

আর এ মামলার প্রধান আসামি করা হয়েছে পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলকে।

গত ১৪ মার্চ মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে মামলাটি করা হয়। বাদীর অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন আদালত। দুদক চেয়াম্যান জানিয়েছেন এ তদন্তের পর তারা বিষয়টি দেখবেন।