আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্টঃ

৭৫ এর ১৫ আগস্টের পর, দীর্ঘ ৬বছর নির্বাসিত ছিলেন আজকের প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরে দলের হাল ধরেন। দিনটিকে শেখ হাসিনরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

১৯৭৫ এর ১৫ আগস্ট। বাঙালির ইতিহাসের সব চেয়ে কলঙ্কজনক অধ্যায় আর শোকের দিন। যেদিন বাঙালি হারিয়েছি, ইতিহাসের মহানয়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের।

সেদিন দেশে না থাকায় প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধুর অবর্তমানে, বিভক্ত হয়ে পড় আওয়ামী লীগ। তাই, দলের ঐক্য রক্ষায় ১৯৮১’র ফেব্রুয়ারীতে ডাকা হয় দলের বিশেষ কাউন্সিল। যেখানে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। এরপর সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, ৮১’র ১৭ই দেশে ফিরেন তিনি।

৮১ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা। এই সময়ে, দলকে ক্ষমতয় এনেছেন ৩ বার। শক্ত হাতে শুধু দল পরিচালনা নয়, রাষ্ট্রক্ষমতায় থেকে বিশ্ব দরকারে বাংলাদেশকে পৌছে দিয়েছেন অনন্য উচ্চতায়।

তার নেতৃত্ব ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখছে বালাদেশ।