অধরা স্বপ্ন পূরণ করল ব্রাজিল

অধরা স্বপ্ন পূরণ করল ব্রাজিল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অবশেষে নিজেদের অধরা স্বপ্ন পূরণ করেই ফেলল ব্রাজিল। রিওতে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জার্মানিকে হারিয়ে অলিম্পিকে নিজেদের প্রথম সোনা পেল স্বাগতিক দেশটি। এরই মধ্যে দিয়ে ফুটবলে জেতা সম্ভব এমন সব শিরোপাই তারা নিজেদের ঘরে তোলার কৃতিত্ব অর্জন করল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এতদিন একটাই অপূর্ণতা ছিল। তা হলো অলিম্পিকের স্বর্ণপদক। এবার নিজেদের দেশে আয়োজিত অলিম্পিকে শুরু থেকেই সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে লড়াই করে চলছিল তারা। আর অবশেষে রিওতে শনিবার রাতের ফাইনালে তারা সেই স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে।

শনিবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটিতে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল জয়ের জন্য প্রত্যাশিত গোলের দেখা পায়নি। তাই ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

প্রথম চারটি পেনাল্টি শটেই নির্ভুল লক্ষ্যভেদ করেন দু’দলের খেলোয়াড়রা। তবে পঞ্চম শটে এসে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয় জার্মানি। পিটারসনের শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক উইভারটন। অন্যদিকে ব্রাজিলের পঞ্চম শট নিতে আসেন দলপতি নেইমার। তার গোলেই দল জয় নিয়ে মাঠ ছাড়ে।

টাইব্রেকারে ব্রাজিলের হয়ে বল জালে জড়ান রেনাতো আগুস্তো, মারকুইনিয়োস, রাফায়েল আলকানতারা, লুয়ান ও নেইমার। আর জার্মানির হয়ে নির্ভুল শট নেন মাথিয়াস জিন্টার, সের্গে জিনাব্রি, ইউলিয়ান ব্রান্ড, নিকলাস সুলে।

এর আগে ম্যাচের শুরুতে বেশ ভালোভাবেই খেলা শুরু করে দু’দল। দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পায় জার্মানি। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন বার্নাডট। তবে শটটি গোলবারে লেগে ফিরে আসে।

এরপর ২২তম মিনিটে দারুণ এক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনাতো। তবে এরই পাঁচ মিনিট পর দলকে লিড এনে দেন নেইমার। ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন তিনি। বেশ কিছু সময় খেলায় লিড ধরে রেখেছিলেন তারা। তবে ৫৯ মিনিটে ম্যাক্স মেয়ারের গোলে সমতায় ফেরে জার্মানি।

গত অলিম্পিকে মেক্সিকোর কাছে হেরে ব্রাজিলের স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে যায়। সেবার অঝোরে কেঁদেছিলেন নেইমার। তবে এবার কানায় কানায় পূর্ণ মারাকানা স্টেডিয়ামের দর্শকরা দেখেছে নেইমারদের বাঁধভাঙা উচ্ছ্বাস।