রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি ঢাবি উপচার্যের

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি ঢাবি উপচার্যের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী দিয়ে শান্তিবলয় তৈরি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের মানববন্ধনে তিনি এই দাবি জানান।

সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন এর সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে শিক্ষার্থীরাও অংশ নেন। এসময় উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ১৯৯৩ সালের একটি গবেষণায় দেখা যায়, রাখাইন অঞ্চলে এক হাজার বছর ধরে রোহিঙ্গাদের অবস্থান।

কিন্তু এক সময়ের দস্যু আচরণের বর্মিদের চরিত্র এখনো বদলায়নি। জাতিগত নিধনের দায়ে এদের বিচার হতে পারে উল্লেখ করে তিনি বলেন : ইউরোপে এই বিচারের নজির রয়েছে।