রাজধানীতে পাঁচ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

রাজধানীতে পাঁচ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

dsc07204

এটিএন টাইমস ডেস্ক :

রাজধানীতে পাঁচটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই।

রবিবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক রিনা বেগম এবং ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান- “আমতলা হোটেল এন্ড রেস্টুরেন্ট” ১২৫, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা’তে নোংরা পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাবার পণ্য তৈরি করায় ব্যবস্থাপক মোঃ সুমন’কে ৩০ হাজার টাকা জরিমানা, “রসুই বাংলা খাবারের আয়োজন” বীর উত্তম এম, এ রব সড়ক, ধানমন্ডি, ঢাকা’তে একই অপরাধে ব্যবস্থাপক রোস্তম আলীকে ২০ হাজার টাকা জরিমানা, ২১/১, জিগাতলী, দারগা মার্কেট, ধানমন্ডি, ঢাকা’তে “মুসলিম সুইটস এন্ড বেকারি” খাবার পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না থাকায় ব্যবস্থাপক মোঃ দুলালকে ১০ হাজার টাকা জরিমানা এবং “আল এরাবিয়ান কেক এন্ড সুইটস্” এর ব্যবস্থাপক মোঃ আছাদ মিয়াকে একই অপরাধে ১০ হাজার টাকা করে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক রিনা বেগম।
img_20161127_142812তিনি আরও জানান-“টপ টেন-১” ৬১/বি, ডিআইটি রোড, রামপুরা, ঢাকা’তে বিএসটিআই ছাড়পত্র ব্যতীত কাপড় বিক্রয় করায় ব্যবস্থাপক মাহমুদ মিয়া’কে ২০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার।

“ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে” বলে সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান।