মুক্তিযোদ্ধাদের জন্য হোল্ডিং ট্যাক্সের ছাড়

মুক্তিযোদ্ধাদের জন্য হোল্ডিং ট্যাক্সের ছাড়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধাদের জন্য ১৫শ বর্গফুট পর্যন্ত আবাসিক স্থাপনার হোল্ডিং ট্যাক্স মওকুফ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সব রকম সহযোগিতাও পাবেন তাঁরা। এক যুগেরও বেশি সময় ধরে দেশের সূর্য সন্তানদের সম্মাননা দিচ্ছে রাজধানীর নগর প্রশাসন।

মুক্তিযুদ্ধের গল্প কখনোই পুরনো হয়না। যুদ্ধ সময়ের স্মৃতি হয় না ফ্যাকাসে। বুধবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকার দুই সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে, উত্তাল সেই সব দিনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধাদের জন্য জুরাইন গোরস্থানে কবর সংরক্ষণের সুযোগসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। ঢাকা উত্তরের মতো দক্ষিণ সিটিও মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে ছাড়ের ঘোষণা দিয়েছে।