মিয়ানমারের ওপর আসতে পারে অস্ত্র নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর আসতে পারে অস্ত্র নিষেধাজ্ঞা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

বেলজিয়ামের ব্রাসেলসে শুরু হওয়া বৈঠক থেকে, মিয়ানমারের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন করে অস্ত্র নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে সে দেশের ওপর চাপ সৃষ্টি করতে, সোমবার ব্রাসেলসে বৈঠকে বসেন ইইউ-ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ওই বৈঠকের বিষয়ে এরই মধ্যে একটি যৌথ বিবৃতির খসড়া, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

খসড়া বিবৃতিতে আরো জানা গেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ করাসহ মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসার ক্ষেত্রে নানা ধরনের পদক্ষেপ আসতে পারে ব্রাসেলস বৈঠক থেকে।