ব্যালন ডি অরের নতুন নিয়ম প্রবর্তন

ব্যালন ডি অরের নতুন নিয়ম প্রবর্তন

শেয়ার করুন

a-espncdn-com

স্পোর্টস ডেস্ক:

‘ব্যালন ডি’অর’ থেকে ভোটাধিকারের ক্ষমতা হারাতে যাচ্ছেন জাতীয় দলের কোচ ও অধিনায়করা। ফিফার সাথে চুক্তি শেষ হওয়ার পর এমন কিছু নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফ্রান্স ম্যাগাজিন কর্তৃপক্ষ।

যার মধ্যে থাকছে ‘ব্যালন ডি’অর’ মনোনীত সংক্ষিপ্ত তালিকায় তিন জনের পরিবর্তে থাকবে ত্রিশ ফুটবলার। সেরা ফুটবলার বাচাই হবে আন্তর্জাতিক সাংবাদিকদের ভোটে। বছরব্যাপী ফুটবলারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে পরের বছর জানুয়ারীতে দেয়া হবে এই পুরস্কার।

১৯৫৬ সাল থেকে ইউরোপের বর্ষসেরা ফুটবলারকে ব্যালন ডি`অর পুরস্কারটা প্রদান করতো ফরাসি ফুটবল পত্রিকা ফ্রান্স ফুটবল। তবে ২০১০ সালে ফিফার সঙ্গে যুক্ত হয়ে এই পুরস্কারটি প্রদান করছে তারা। তবে গত শুক্রবার ৬ বছরের চুক্তি শেষে তা আর নাবয়ান না করার সিদ্ধান্ত নেন ফ্রান্স ম্যাগাজিন।