বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মহানায়ক স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ১০৬তম প্রয়াণ দিবস...

বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মহানায়ক স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ১০৬তম প্রয়াণ দিবস আজ

শেয়ার করুন

Bagha Jotin pic-1
।। কুষ্টিয়া প্রতিনিধি ।।
আজ ১০ সেপ্টম্বর। বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মহানায়ক স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ১০৬তম প্রয়াণ দিবস আজ।
১৮৭৯ সালের ৮ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে জন্মেছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী মহানায়ক বাঘা যতীন ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
জনশ্রæতি রয়েছে ১৯০৬ সালের এপ্রিল মাসে কয়া গ্রামের পার্শ্ববতী রাধারপাড়া মাঠে বাঘের আক্রমনের শিকার হলে তিনি বাঘের সাথে লড়াই করে নিজেকে রক্ষা করেন এবং ছুরি দিয়ে বাঘটি হত্যা করেন। সে থেকে তাঁর নাম হয় বাঘা যতীন।
‘আমরা মরব দেশ জাগবে’ এই শ্লোগান বুকে ধারন করে সেদিন বৃটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর ৪ জন যুদ্ধ সঙ্গীসহ ভারতের উড়িশ্যার বানেশ্বরে ইংরেজ নৌবহরে হামলা করতে গিয়ে বৃশিট সৈন্যদের সাথে সন্মুখ বন্দুক যুদ্ধ হয়। যুদ্ধে বাঘা যতীনের সঙ্গী বিপ্লবী চিত্তপ্রিয় রায় শহীদ হোন এবং বাঘা যতীনসহ অপর ৩জন গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হোন। আহত অবস্থায় তাদের বানেশ্বর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর বাঘা যতীন শেষ নিশ্বাস ত্যাগ করেন।