ফাইনালে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী

ফাইনালে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী

শেয়ার করুন

rajshahi-kingsনিজস্ব প্রতিবেদক:

বিপিএলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলো রাজশাহী কিংস। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইটান্সকে। তাদের দেয়া ১২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। শুক্রবার ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ফাইনালে নামাবে তারা।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে হাসানুজ্জামান ও মজিদকে হারিয়ে প্রাথমিক ধাক্কা খায় খুলনা।

এই বিপর্যয়ে শুভাগত হোম হতাশ করলেও কিছুটা কাটিয়ে উঠার চেষ্টা করেন নিকোলাস পুরান। তিনি আউট হন ব্যক্তিগত ২২ রানে।

মন্থর গতিতে রান চলতে থাকা খুলনার ইনিংসে অবদান রাখেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক। রিয়াদ ২২ করে আউট হলেও আরিফুল থাকেন ৩২ রানে অপরাজিত। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা আসা যাওয়ায় থাকায় শেষ পর্যন্ত খুলনার সংগ্রহ দাড়ায় ৯ উইকেটে ১২৫ রান। সামিত প্যাটেল নেন ৩ উইকেট।

জবাবে শুরুতেই সবাইকে হতাশ করেন মুমিনুল হক। তবে মুমিনুল দলীয় ৫ রানে আউট হলেও আরো ২৯ রানের পার্টনারশিপ গড়ে আউট হন আরেক ওপেনার নুরুল হাসান। মাঝে আরিফ হোসেন ২৬ রানের ইনিংস উপহার দিয়ে জয়ের পথটা সহজ করে দেন।

এরপর জয়ের বাকি কাজটুকু শেষ করেন সাব্বির রহমান ও ফ্রাঙ্কলিন। তাদের অবিছিন্ন ৬২ রানের জুটি ফাইনালে নিয়ে যায় রাজশাহীকে। সাব্বির ৪৩ ও ফ্রাঙ্কলিন ৩০ রানে অপরাজিত থাকেন।