গাজা উপত্যকায় বিস্ফোরণে নিহত

গাজা উপত্যকায় বিস্ফোরণে নিহত

শেয়ার করুন

gaza blast

ডেস্ক রিপোর্টঃ

ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও তিন জন আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

শনিবার গাজা উপত্যকার কেন্দ্রে দের আল বালাহতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে তারা এই বিস্ফোরণের ব্যাপারে কিছুই জানে না।

১৯৭৬ সাল থেকে প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে ভূমি দিবস পালন করে আসছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছেন ফিলিস্তিনিরা।

এ বছর দিনটি স্মরণে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিক্ষোভ চলাকালিন ওই বিস্ফেরণের ঘটনা ঘটে। ঘটনার জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ি করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ, কিন্তু ইসরায়েল এ অভিযোগ অস্বিকার করেছে।