‘কেনেডি’ হত্যার গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প

‘কেনেডি’ হত্যার গোপন নথি প্রকাশ করবেন ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার গোপন নথি প্রকাশ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় এই তথ্য জানান তিনি। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত কেনেডি হত্যার গোপন নথি প্রকাশের জন্য সময় পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরো অধিক তথ্য পেতে বহুদিন ধরে গোপন থাকা ফাইল প্রেসিডেন্ট হিসেবে প্রকাশ করা হবে বলে জানান তিনি। ১৯৬৩ সালের নভেম্বরে টেক্সাসের ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন কেনেডি। তার ওই হত্যা সংশ্লিষ্ট বেশিরভাগ তথ্যই প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেসের এক সিদ্ধান্তে জানানো হয়, ২৫ বছরের মধ্যে কেনেডি হত্যার সব নথি প্রকাশ করা হবে। ওই সিদ্ধান্ত অনুযায়ি এ বছরই নথি প্রকাশের সর্বশেষ সময়।