‘ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না’

‘ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ইংল্যান্ড  ক্রিকেট দল বাংলাদেশ সফরকালে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। রোববার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানানো হয়।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচে অংশ নেবে ইংলিশরা। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা কমিটি গঠন করা হবে। দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, আইসিসি কর্মকর্তা, বিদেশি ম্যাচ অফিসিয়ালস, টেলিভিশন প্রচারস্বত্ত্ব লাভকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিভি ক্রু ও ধারাভাষ্যকার এবং জনসাধারণের জন্য যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।