আজ ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’

আজ ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধের জন্মদিন। শুধু জন্ম দিন নয়, আজকের এই দিনেই গৌতম বুদ্ধ সিদ্ধি আর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

আর তাই বৈশাখের পূর্ণিমা তিথিতে এই পুণ্যোৎসবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। অর্চনার পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করেন।

বুদ্ধের মূলমন্ত্র ‘সব্বে সত্তা সুখিতা ভবন্তু অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক’। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার বাংলাদেশসহ বৌদ্ধ ধর্মের অনুসারী বিশ্বের কোটি কোটি ভক্ত যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পবিত্র দিনটি পালন করবে।

প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, শোভাযাত্রা, সেমিনার, প্রদীপ প্রজ্বলন এবং সমবেত প্রার্থনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সরকারি ছুটি দিন।