অনিশ্চয়তায় মানসিক কষ্টে হজ যাত্রীরা

অনিশ্চয়তায় মানসিক কষ্টে হজ যাত্রীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

এ বছর হজের জন্য বাংলাদেশ বিমানের প্রাক হজ ফ্লাইট শেষ হচ্ছে ২৬ আগস্ট। শেষ মুহূর্তেও ভিসা ও টিকিট না পেয়ে অনিশ্চয়তার মধ্যে মানসিক কষ্টে আছেন হজযাত্রীরা। তবে হজ অফিসের পরিচালক ও হাবের মহাসচিব আশ্বস্ত করছেন, ভিসা হওয়া সব হজযাত্রীরা হজ পালন করতে পারবেন।

ফ্লাইট বাতিল হওয়ার কারণে যে সাড়ে চার হাজার হজযাত্রীর হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল তাও কেটে যাবে বলে জানান তারা। তবে গত চার পাঁচদিন ধরে ক্লান্তি নিয়ে টাঙ্গাইল, রাজশাহী আর পাবনা থেকে আগত শতাধিক হজ যাত্রীকে বৃহস্পতিবারও টিকেটে আশায় অপেক্ষা করতে দেখা গেছে।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে সবাই টিকেট হাতে পান। আর হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের সাথে প্রতারণা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে।