প্রধান বিচারপতি রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন

প্রধান বিচারপতি রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার সম্ভাবনা রয়েছে। তবে, প্রধান বিচারপতি আজ নাকি অন্য কোন দিন বিদেশ যাবেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার জানিয়েছিলেন, প্রধান বিচারপতি শুক্রবার বিদেশ যেতে চান। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,বিচারপতি সিনহা সস্ত্রীক অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। সেখান তাদের মেয়ে থাকেন। প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার বিষয়ে গতকাল আইন মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন জারি হওয়ায় এখন তিনি নিজের সুবিধা অনুযায়ী যে কোন সময় বিদেশ যেতে পারবেন। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিচারপতি বর্ধিত ছুটিতে বিদেশে অবস্থানের সময়ে ১০ নভেম্বর বা তার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়।

এর আগে গত ২ অক্টোবর আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বলেছিল, প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন।