পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

পদ্মা সেতু প্রকল্প নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিকেলে জাতীয় সংসদ অধিবেশেনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ আনা ছিল বাংলাদেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র।

ড. মুহম্মদ ইউনূসের কড়া সমালোচনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিশ্ব ব্যাংক যাতে অর্থ না দেয়, সে জন্য ড. ইউনূস হিলারি ক্লিনটনকে নিয়ে কলকাঠি নাড়েন।

সাংসদরা সমালোচনা করেন বিশ্বব্যাংক ও টিআইবির’ও কর্মকাণ্ডেরও। সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যরাও পদ্মা সেতু প্রকল্প নিয়ে জোরালো বক্তব্য দেন।