দুর্নীতিতে বাংলাদেশ ১৫তম

দুর্নীতিতে বাংলাদেশ ১৫তম

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি সুচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৫তম। গত বছরের চেয়ে এবার দুই ধাপ উন্নতি হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক-২০১৬তে এই তথ্য উঠে এসেছে। সকালে বিশ্বব্যাপী একযোগে এই সূচক প্রকাশ করা হয়। সূচক অনুযায়ী ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৫তম।

এ উপলক্ষে বুধবার রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সূচক অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৪৩কে গড় ধরা হয়।

সেখানে বাংলাদেশের স্কোর মাত্র ২৬, যা এখনো দেশে দুর্নীতির ব্যাপকতা নিয়ে উদ্বেগ করার মতো। সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড।