বাণিজ্য বাড়াতে ভিসা ফ্রি এন্ট্রির প্রস্তাব শ্রীলঙ্কার

বাণিজ্য বাড়াতে ভিসা ফ্রি এন্ট্রির প্রস্তাব শ্রীলঙ্কার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাণিজ্য বাড়াতে ভিসা ফ্রি এন্ট্রির প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ রাজি থাকলে এ নিয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাভি করুণা নায়েকে।

সকালে, রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ শ্রীলংকা বিনিয়োগ সংলাপে তিনি একথা জানান। করুণা নায়েকে বলেন, দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। তা সঠিকভাবে কাজে লাগাতে হবে।

আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা এবং লংকার মধ্যবর্তী সম্পর্ক ঐতিহাসিক। অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কোন বক্তব্য দেননি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।