নারায়ণগঞ্জে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না: মওদুদ

নারায়ণগঞ্জে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না: মওদুদ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার যে জনপ্রিয়তার দাবি করছে, একটি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিয়ে তার প্রমাণ দিতে বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। মওদুদ বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে, হারলেও আমরা মেনে নেব।

এসময় নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে তিনি অভিযোগ করেন। বলেন, নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আইন-শৃঙ্খলাসহ সব ধরনের সুবিধা পেলেও বিএনপি প্রার্থী পান নি। তাই এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না বলে মন্তব্য করেন মওদুদ আহমদ।