গণহত্যা-যুদ্ধাপরাধ নিয়ে বিশেষ স্মারক অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

গণহত্যা-যুদ্ধাপরাধ নিয়ে বিশেষ স্মারক অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও যুদ্ধাপরাধের উপর ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত বিশেষ স্মারক ডাক টিকেটের অ্যালবাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে, সচিবালয়ে মন্ত্রীসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতেই তিনি ৭১টি ডাকটিকেট সম্বলিত অ্যালবামটি উন্মোচন করেন। পরে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের নির্ধারিত আলোচনা শুরু হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এই বৈঠক চলছে। বৈঠকে মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্যই উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।