উত্তরায় মায়ের কবরের পাশে সমাধি হবে কাজী আরিফের

উত্তরায় মায়ের কবরের পাশে সমাধি হবে কাজী আরিফের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী কাজী আরিফের মৃতদেহ দেশে আনা হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে তাঁর মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কাজী আরিফের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হবে। এরপর কাজী আরিফের মরদেহ নিয়ে যাওয়া হবে ধানমণ্ডিতে মেয়ে অনুসূয়ার বাসায়।

সবশেষ উত্তরা চার নম্বর সেক্টরে মায়ের কবরে এই গুণী আবৃত্তিশিল্পীকে সমাহিত করা হবে৷ গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আরিফ মারা যান।