সাখওয়াতসহ ২ জন ট্রাইব্যুনালে

সাখওয়াতসহ ২ জন ট্রাইব্যুনালে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ আটজনের বিরুদ্ধে করা মামলার রায় বুধবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে কারাগারে থাকা সাখাওয়াত ও বিল্লাল হোসেনকে ইতিমধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে সাখাওয়াত ও বিল্লালকে কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১৪ জুলাই এই মামলায় যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ধার্য করেন।

এই মামলার অন্য ছয় আসামি হলেন ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আবদুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও আবদুল খালেক। তাঁরা মামলার শুরু থেকেই পলাতক।