সংসদ প্রাঙ্গণে এমপি লিটনকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সংসদ প্রাঙ্গণে এমপি লিটনকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

2017-01-02_bss-06_699770এটিএন টাইমস ডেস্ক:

image-14561গাইবান্ধার-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির পক্ষ থেকেও তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংসদের ডেপুটি স্পিকার সাংসদদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

pশেষ বারের মত সংসদ ভবনে গাইবান্ধা থেকে নির্বাচিত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। তবে, তিনি এলেন কফিনে, লাশ হয়ে। তাঁর কফিনে রাষ্ট্রপতি পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর, দলীয় নেতাদের নিয়ে আবারো শ্রদ্ধা জানান তিনি। পরে শ্রদ্ধা জানান জানান, সংসদের স্পীকার এবং চীফ হুইপ। এসময় বিরোধী দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, সকাল ১০ টায় সংসদের দক্ষিণ প্লাজায় লিটনের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী, এমপি এবং মন্ত্রীরা। তাদের দাবি, জামাত শিবির বিরোধী অবস্থানের কারণে পরিকল্পিত ভাবে লিটনকে হত্যা করা হয়েছে । গত শনিবার রাতে গাইবান্ধায় নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন।