পানি সম্পদ রক্ষায় বৈশ্বিক তহবিল গঠনের আহবান প্রধানমন্ত্রীর

পানি সম্পদ রক্ষায় বৈশ্বিক তহবিল গঠনের আহবান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পানিসম্পদের যথাযথ ব্যবহার এবং সুরক্ষার ওপর জোর দিয়ে একটি বৈশ্বিক তহবিল গঠনের জন্য বিশ্বনেতাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আন্তর্জাতিক পানি সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। পানিসম্পদ রক্ষায় সাত দফা প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পানি সংক্রান্ত গবেষণা, আবিষ্কার এবং এক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে, আন্তর্জাতিক তহবিল গঠন এখন জরুরি হয়ে পড়েছে।

শেখ হাসিনা আরও বলেন, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদারে পানিসম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর সাত দফা প্রস্তাবের শুরুতেই, ২০৩০ সালের মধ্যে পানি সংক্রান্ত টেকসই অবকাঠামো তৈরির কথা রয়েছে।

বিশ্বব্যাপী পর্যাপ্ত নিরাপদ খাবার পানির যোগান নিশ্চিত নয় উল্লেখ করে তিনি বলেন, যতো দ্রুত সম্ভব ঝুঁকিপূর্ণ দেশগুলোতে এজন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা দরকার।