জঙ্গিবাদ ঠেকাতে কোস্টগার্ডকে ভূমিকা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

জঙ্গিবাদ ঠেকাতে কোস্টগার্ডকে ভূমিকা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জঙ্গিবাদ ঠেকাতে কোস্টগার্ডকে জোরাল ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের বহরে জাতীয় দুই নেতার নামে, নতুন দুটি জাহাজ ‘সৈয়দ নজরুল’ ও ‘তাজউদ্দীন’-এর কমিশনিং করেন তিনি।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৪ সালে বিরোধী দলে থাকার সময় সংসদে কোস্টগার্ড গঠনের প্রস্তাব তোলে তাঁর দল আওয়ামী লীগ। পরে ‘৯৬ সালে জমি দেয়া থেকে শুরু করে কোস্টগার্ডের উন্নয়নে কাজ করে যায় তাঁর সরকার।

উপকূলীয় এলাকা ও সমুদ্রে কোস্টগার্ড আস্থা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোস্টগার্ডের সাফল্য হাজার কোটি টাকা অতিক্রম করেছে। চোরাচালান রোধ, জলদস্যু দমন, জাটকা নিধন, অবৈধ মৎস্য সম্পদ আহরণে কোস্টগার্ডের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। ই

তালি থেকে আরও দুইটি জাহাজ চলতি বছরেই কোস্টগার্ড বহরে যুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় ৪ নেতার নামে এই জাহাজগুলো উৎসর্গ করা হয়েছে বলেও জানান তিনি।