বিশ্বমানের মেট্রোরেল নির্মাণ হচ্ছে ঢাকায়

বিশ্বমানের মেট্রোরেল নির্মাণ হচ্ছে ঢাকায়

শেয়ার করুন

Metro rail

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত ম্যাকওয়াডি সুমিতমর বলেছেন, ঢাকায় বিশ্বমানের মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। যেমনটা হয়ে থাকে থাইল্যান্ডে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেটোরেলের স্টেশন পরিদর্শন শেষ এসব কথা বলেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে তিনি মেট্রোরেল পরিদর্শন করেন। থাইল্যান্ডের প্রতিষ্ঠান ইটাল থাই এই প্রকল্পে ঠিকাদারী কাজ করছে।

এসময় ম্যাকওয়াডি সুমিতমর বলেছেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই নিশ্চিত হয়েছে মেট্রোরেলের কাজ। তিনি প্রকল্পটি পরিদর্শন করতে পেরে আনন্দিত।

দিয়াবাড়ি-মতিঝিল মেট্রোরেল পথ (এমআরটি-৬) অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুল বাকি মিয়া সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের কারণে সাধারণ মানুষের ফুটপাতে চলাচল বাধাগ্রস্ত হবে না। কাজীপাড়া, শেওড়াপাড়ায় স্টেশনে ওঠানামার সিঁড়ির জটিলতা আর নেই।

জমি অধিগ্রহণ করা হয়েছে। সরকার যে লক্ষ্য দিয়েছে, সেই অনুযায়ী আগামী ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে। ফুটপাত ফুটপাতই থাকবে।