রোহিঙ্গারা বসতি গড়ায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র

রোহিঙ্গারা বসতি গড়ায় ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র

শেয়ার করুন

index
নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের পাহাড়ি এলাকায় রোহিঙ্গা বসতি গড়ে তোলায়, ধ্বংস হয়ে গেছে প্রকৃতি ও জীববৈচিত্র। ঘটছে হাতির আক্রমণের ঘটনা। বন্য হাতির আক্রমণে এক মাসে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনসহ ৮ রোহিঙ্গার, আহত ২০ জন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত আশ্রিত রোহিঙ্গারা, আর আশঙ্কায় রয়েছেন পরিবেশবিদরা।

উখিয়া-টেকনাফের এসব এলাকা এক সময় ছিল, জনমানবশূণ্য গভীর বনাঞ্চল। ছিল পশু-পাখির অভয়ারণ্য। এখানে এখন লাখ লাখ রোহিঙ্গার ঘরবসতি। হাতি চলাচলের রাস্তায় বিপুল মানুষের চলাচল। প্রাণিকূল খুঁজে পাচ্ছে না নিরাপদ আবাস। বন উজাড় হওয়ায়, দেখা দিয়েছে খাদ্যের অভাব। বদলে যাওয়া পরিবেশে আতঙ্কিত হাতির দল আক্রমণ চালাচ্ছে লোকালয়ে।

বুনো হাতির আক্রমণে আশ্রয় শিবিরে মৃত্যুর ঘটনায়, পরিবার পরিজন নিয়ে, চরম আতঙ্কে দিন-রাত পার করছেন দেশহারা রোহিঙ্গারা।

জীববৈচিত্র রক্ষা এবং প্রাণির নিরাপদ নিশ্চিত করতে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার কথা বললেন পরিবেশকর্মীরা।
কক্সবাজার পরিবেশকর্মী, বিশ্বজিৎ সেন বাঞ্চু বলেন রোহিঙ্গাদের এখান থেকে সরিয়ে নিতে হবে। না হয় এখানের জীব বৈচিত্র ধ্বংস হয়ে যাবে। দেখা দিবে পরিবেশ বিপর্যয়।